Dr. Mohammad Murad Hossain

Home » Profiles » Dr. Mohammad Murad Hossain

ডাঃ মোহাম্মদ মুরাদ হোসেন এমবিবিএস ডিগ্রী অর্জন করার পর হেমাটোলজিতে এমডি ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে রক্তের ক্যান্সার ও রক্তরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছেন। তিনি নিয়মিত বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছেন।

ডাঃ মোহাম্মদ মুরাদ হোসেন নিম্নোক্ত রোগ ও সমস্যাসমূহের চিকিৎসা প্রদান করে থাকেনঃ

♦ রক্তস্বল্পতা (এনেমিয়া), থ্যালাসেমিয়া (বংশগত রক্তরোগ)

♦ লিউকেমিয়া, সিএমএল, সিএলএল, মাল্টিপল মায়োলমা, লিম্ফোমা, পলিসাইথেমিয়া, ভেনাস থ্রোমবোসিস

♦ ডিআইসি (রক্ত জমাটে সমস্যা), আইটিপি (প্লাটিলেট কমে যাওয়া)

♦ অস্বাভাবিক রক্ত ক্ষরণ (হিমোফিলিয়া)

♦ চামড়ায় লালচে/কালচে রক্তের দাগ

♦ রক্তের ক্যান্সার, বোন-মেরোর সমস্যা

♦ রক্তরোগ জনিত জয়েন্টে সমস্যা, শরীরে পানি জমা, জন্ডিস, জ্বর সহ অন্যান্য সকল রক্তরোগের চিকিৎসা

Socials